
এবিএনএ : যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে একটি কনসার্টে গোলাগুলির ঘটনায় কমপক্ষে দুইজন নিহত এবং আরো ২৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে মানদালয় বে হোটেল অ্যান্ড রিসোর্টে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় একটি হাসপাতালের এক মুখপাত্র।
ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মুখপাত্র দানিতা চোহেন জানিয়েছেন, সোমবার সকাল থেকেই গুলিতে আহত বহু রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ‘মানদালয় বে ক্যাসিনোর কাছাকাছি বা আশেপাশে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে এমন খবরের ভিত্তিতে আমরা তদন্ত করছি। দয়া করে সবাই ওই এলাকা এড়িয়ে চলুন।’
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রুট-৯১ হারভেস্ট কান্ট্রি সংগীত উৎসবে গোলাগুলির ঘটনা ঘটেছে। কনসার্ট চলাকালীন হোটেলের ওপরের ফ্লোর থেকেই ওই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Share this content: