লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ওই বাংলাদেশির নাম মিজানুর রহমান (৩৩)। তিনি একটি গ্যাস স্টেশনের কর্মচারী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলেস প্রবাসী তুহিন জানান, লিটল বাংলাদেশ নামক এলাকাসংলগ্ন ভারমন্ট স্ট্রিট ও লস ফেলিজের সন্নিকটে শেভরন গ্যাস স্টেশনে কাজ করতেন মিজানুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে এক কৃষ্ণাঙ্গ যুবক ওই গ্যাস স্টেশনে প্রবেশ করে ক্যাশবক্স থেকে অর্থ হাতিয়ে নেয়। মিজানুর স্বেচ্ছায় সমস্ত অর্থ দিলেও কৃষ্ণাঙ্গ যুবকটি চলে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন মিজানুর। মিজানুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে’র চৌধুরী পাড়ায়। তিন বছর আগে লেখাপড়ার করার উদ্দেশ্যে ছাত্র ভিসা নিয়ে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে এসেছিলেন মিজানুর।
মিজানুরের মৃত্যুতে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মিজানুরের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছেন স্থানীয় প্রবাসীরা। শিগগির লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
Share this content: