
গত শনিবার সন্ধ্যায় সরকারের উচ্চপর্যায়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে সীমিতভাবে লকডাউন শুরু হয়েছে। কাল বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে। তখন জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না, তবে সংবাদমাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে।
Share this content: