বাংলাদেশরাজনীতিলিড নিউজ

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর ভূমিকা বিশ্বকে কাঁপিয়েছে

এবিএনএ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকা সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটিতে একটি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব বিবেককে নাড়া দিতে সক্ষম হয়েছেন। আজকে সারা দুনিয়া মিয়ানমারকে ধিক্কার দিচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশে জনসংখ্যা বেশি, তার পরেও শেখ হাসিনা রোহিঙ্গাদের কোলে তুলে নিয়েছেন। মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছেন। পাঁচ লাখ রোহিঙ্গার খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
বিএনপি-জামায়াত হিংসাত্মক কাজ করে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, আমাদের রেখে যাওয়া কাজ তারা আর করে না। এতে উন্নয়ন ব্যাহত হয়। তাই উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে।
শিল্পমন্ত্রী নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের শিমুলতলা-মানপাশা সড়কের এক কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ২৫ মিটার লম্বা একটি গার্ডার সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে সেতুসংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী।

Share this content:

Related Articles

Back to top button