জাতীয়বাংলাদেশলিড নিউজ

রোহিঙ্গা নির্যাতনে স্বচ্ছ তদন্তের দাবি মার্কিন রাষ্ট্রদূতের

এবিএনএ : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের বিষয়ে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

সোমবার বিকালে ধানমণ্ডির মাইডাস সেন্টারে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন-ডিক্যাবের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। মার্কিন রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে বাংলাদেশের আহ্বান ইতিবাচক।

‘বন্দকযুদ্ধ’ প্রসঙ্গ
বার্নিকাট বাংলাদেশে বিভিন্ন সময়ে সংঘটিত বন্দুকযুদ্ধের বিষয়ে বলেন, বিনা বিচারে জঙ্গি হত্যা বিশেষ ক্ষেত্রে হতে পারে, সবক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তি দেয়ার সুযোগ নেই।

অভিবাসী প্রসঙ্গ
মার্কিন রাষ্ট্রদূত বলেন, কেবল ধর্মের ভিত্তিতে অভিবাসীদের বের করে দেয়ার সুযোগ যুক্তরাষ্ট্রের আইনে নেই। বৈধ অভিবাসীদের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

Share this content:

Back to top button