
এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদের পদত্যাগ করা উচিত বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডাকসুর ভিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদের পদত্যাগ করা উচিত এবং তিনি তা না করলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করা হবে।’
রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে করা আন্দোলনকে সমর্থন জানিয়ে নুর বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে তারা যে আন্দোলন করছেন, তাতে নৈতিকভাবে আমি সমর্থন দিয়েছি। তিনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তা একজন শিক্ষক হিসেবে আমরা তার কাছ থেকে আশা করিনি। তিনি আমাদের হুমকি দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা বলেছি, নৈতিকতার জায়গা থেকে তিনি তার পদে থাকতে পারেন না।’
নুর আরও বলেন, ‘তার অবশ্যই পদত্যাগ করা উচিত। আমি আমার বোনদের সঙ্গে সমর্থন দিয়ে বলছি, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে আমি বলেছি, রোকেয়া হলের প্রভোস্ট ম্যামকে পদত্যাগ করতে হবে। তারা যেভাবে কুয়েত-মৈত্রী হলের প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তেমনিভাবে আমরা এখানেও একটা ব্যবস্থা নেওয়ার আশা করছি। তারা সেটা না করলে আমরা ছাত্রদের নিয়ে আন্দোলন করতে বাধ্য হব।’
এর আগে গতকাল বুধবার ৩১ মার্চের মধ্যে ডাকসুর পুনঃনির্বাচন দাবি জানিয়েছেন ভিপি নুরুল হক নুর। বুধবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে আল্টিমেটাম দেওয়ার পর নুর বলেন, ‘আমিও চাই, প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে।’
Share this content: