
এবিএনএঃ পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।আজ বুধবার গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাবনার নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহার করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া বিষয়টি তদন্তে গত রবিবার দুটি কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দুটি তদন্ত কমিটি অনিয়মের বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত গ্রিনসিটিতে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র কেনায় লাগামছাড়া দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হয়েছে। এ ছাড়া এই প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের অস্বাভাবিক বেতন ভাতাদির অনিয়ম নিয়েও প্রতিবেদন প্রকাশ হয়।
Share this content: