
এবিএনএ : মার্কিন-রাশিয়া সংযোগ তদন্তে নিজের পক্ষে কাজ করার জন্য নতুন এক আইনজীবীকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মার্কিন নির্বাচনে ট্রাম্প শিবিরের সঙ্গে সম্ভাব্য রাশিয়ান হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তে ট্রাম্পের সংশ্লিষ্টতা আছে কিনা, এই নিয়ে কাজ করবেন আইনজীবী মার্ক কাসোভিৎজ।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করছেন নিউইয়র্কের দৃঢ় বিচারক হিসেবে পরিচিত মার্ক।
এর আগে, গত সপ্তাহে রুশ-মার্কিন সংযোগ তদন্তে বিচার বিভাগের বিশেষ কাউন্সিলের প্রধান হিসেবে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দেন ট্রাম্প। তাছাড়া রিপাবলিকান শিবিরের সঙ্গে রাশিয়ান আঁতাতকে বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প।
তারপরও ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে কাজ করেছিলো মস্কো, এমন দাবি করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এ ব্যাপারে বিশদ তদন্তে নেমেছিলেন এফবিআই এর সদ্য বরখাস্ত হওয়া পরিচালক জেমস কোমি।
তবে, রাশিয়ান সংযোগ খতিয়ে দেখতে প্রেসিডেন্টের আইনজীবী মার্ক কাসোভিৎজকে নিয়োগের ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি হোয়াইট হাউজ।
Share this content: