আমেরিকালিড নিউজ

রাসায়নিক হামলার জবাবে সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

এবিএনএ : সম্প্রতি সিরিয়ার ইদলিবে ভয়াবহ রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় এবার দেশটির বিদ্রোহী অধ্যুষিত শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব-ভূমধ্যসাগরের একটি নৌ ঘাটি থেকে সিরিয়ান সময় ৪ টা ৪০ মিনিটে দেশটির শায়ারাত বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৫৯ টি টমাহ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।
মার্কিন এক টেলিভিশনের বরাতে বিবিসি ও এবিএনএ জানাচ্ছে, ‘গত মঙ্গলবারে ঠিক যেখান থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছিলো, সেই স্থানটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ এছাড়া সিরিয়ায় চলমান সংঘাত বন্ধ করতে তিনি সকল সভ্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বলেও জানা গেছে।
এর আগে, সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাসায়নিক গ্যাস হামলায় ২০ শিশুসহ অন্তত ৭২ জন নিহত হওয়ায় এর দায় ওই অঞ্চলের বিদ্রোহীদের উপর চাপায় রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, সিরিয়ান বিমান হামলার স্থানে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়েছে বিদ্রোহীদের অস্ত্র থেকে।
তবে ওই হমালার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাশার আল আসাদ সরকারকে দায়ী করেন। একে ‘মানবতার অপমান’ উল্লেখ করে সিরিয়ার নের্তৃত্বের বিরুদ্ধে ‘যেকোনো কিছু হতে পারে’ বলেও সতর্ক করেন তিনি।
এছাড়া বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ভবিষ্যৎ সিরিয়ায় বাশার আল আসাদের কোন ভূমিকা থাকবে না। তার এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের হঠাৎ করে কৌশল পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button