আমেরিকালিড নিউজ

রাশিয়ার ওপর ক্ষিপ্ত নিকি হ্যালি

এবিএনএ : ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবে ভেটো দেয়ায় রাশিয়ার ওপর ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। ব্রিটেনের তোলা ওই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। প্রস্তাবটি বাতিল হওয়ার পর নিকি হ্যালি বলেছেন, রাশিয়া যদি এভাবে ইরানের পক্ষে অব্যাহতভাবে কাজ করতেই থাকে তাহলে আমরা ও মিত্ররা মিলে নিজেরাই তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ব্রিটিশ রাষ্ট্রদূতের তোলা এ প্রস্তাবে ইরানকে অভিযুক্ত করে বলা হয়েছিল-ইয়েমেনের হুথি যোদ্ধাদের অস্ত্র দিচ্ছে ইরান এবং এজন্য তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইরান এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে সবসময় নাকচ করে আসছে।ব্রিটেনের তোলা ওই প্রস্তাবের পক্ষে ১১ ভোট পড়ে এবং রাশিয়া ও বলিভিয়া এর বিরুদ্ধে ভোট দেয়। চীন ও রাশিয়া ভোট দেয়া থেকে বিরত ছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেকোনো প্রস্তাব পাস হতে হলে ৯টি ভোটের প্রয়োজন হয় তবে পরিষদের স্থায়ী কোনো সদস্য দেশ প্রস্তাবের বিরোধিতা করলে তা বাতিল হয়ে যায়।

Share this content:

Back to top button