আন্তর্জাতিকলিড নিউজ

রাম মন্দির নির্মাণসহ ৭৫ প্রতিশ্রুতি বিজেপির

এবিএনএ: ভারতের লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট শুরু হতে আর তিন দিন বাকি। এমন সময়ে সোমবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। এই ইশতেহারকে সংকল্প পত্র হিসেবে তুলে ধরেছে বিজেপি। এতে অযোধ্যায় বিতর্কিত জায়গায় সুবিধামতো রাম মন্দির নির্মাণ এবং কাশ্মীরিদের বিশেষ অধিকার প্রত্যাহারসহ ৭৫ টি প্রতিশ্রুতির কথা জানিয়েছে নরেন্দ্র মোদির দল। ইশতেহার প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘জাতীয়তা বোধ আমাদের অনুপ্রেরণা। দুর্বলকে শক্তিশালী করা আমাদের  লক্ষ্য এবং সুশাসন আমাদের মন্ত্র। সমস্ত দলই ইশতেহার প্রকাশ করবে। কিন্তু রাজনাথ  সিং দীর্ঘ  দিন  ধরে পরিশ্রম করে এই ইশতেহার প্রকাশ করেছেন। এটা এমন একটা ইশতেহার যা প্রতিফলিত হবে। আমাদের দেশ একটি লক্ষ্যকে সামনে রেখে  এগিয়ে  যাবে।

বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে  গত পাঁচ বছরে সরকার ৫০ টি বড় সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সরকার দেশ বদলাতে ভূমিকা নিয়েছে। আমরা এই সঙ্কল্প পত্র তৈরির আগে ৬ কোটি মানুষের সঙ্গে কথা বলেছি। ২০১৪ সালে  আমরা যখন ক্ষমতায় আসি তখন ভারত বিশ্বের একাদশতম অর্থনীতি ছিল এখন আমরা দুনিয়ার পঞ্চম বৃহৎ অর্থনীতি।

২০১৪ সালে বিজেপি ৯ দফা নির্বাচনের প্রথম দিনে ইশতেহার প্রকাশ করে। এবার তাতে আপত্তি করে নির্বাচন কমিশন। তারা জানায় প্রথম দফা ভোটের ৪৮ ঘণ্টা আগে ইশতেহার প্রকাশের পর্ব শেষ করতে হবে। সেই অনুযায়ী তিন দিন আগে ইশতেহার প্রকাশ করলো মোদির দল।

বিজেপির উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হলো-

  • তৈরি করা হবে জল শক্তি মন্ত্রণালয় গঠন
  • ২০২৪ সালের মধ্যে প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ গঠন করা হবে।
  • ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা হবে ভারতকে। ২০২৫ এর মধ্যে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ও ২০৩২ এর মধ্যে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে ভারতকে।
  • প্রত্যেক মানুষের পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে ব্যাংকিং পরিষেবা পাওয়া যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে। প্রত্যেকের জন্য শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা হবে।
  • ২০২৪ এর মধ্যে রেলে সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন হবে।
  • তৈরি করা হবে ৬০ হাজার কিলোমিটার হাইওয়ে।
  • ২০২৪ এর মধ্যে তৈরি করা হবে ২০০টি নতুন এয়ারপোর্ট।
  • সব দিক খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব তৈরি করা হবে রাম মন্দির।
  • কৃষকদের জন্য ঋণে কোনো সুদ লাগবে না।
  • পাঁচ বছরে কৃষিক্ষেত্রে খরচ করা হবে ২৫ লক্ষ কোটি টাকা।
  • ছোট কৃষকদের জন্য পেনশন স্কিমের উল্লেখ বিজেপির ইস্তেহারে।
  • দেশের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

নেশন ফার্স্ট নামের ৪৫ পৃষ্ঠার ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। তবে এরই মধ্যে বিজেপির ইশতেহারকে অমূলক বলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সংকল্প পত্র নয় বিজেপির উচিত ক্ষমা পত্র প্রকাশ করা।

Share this content:

Back to top button