জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাবির শিক্ষককে কুপিয়ে হত্যা

এবিএনএ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ এস এম রেজাউল করিম সিদ্দিকীকে (৫০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। ৫০ গজ যাওয়ার পর বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বটতলা মোড়ে তাকে হত্যা করা হয়।

নিহতের ভগ্নিপতি মাহবুবুল আলম জানান, সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ির প্রায় দেড়শ গজ দূরে যাওয়ার পর পরই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে। বোয়ালিয়া মডেল থানা পুলিশও ঘটনাস্থলে এসেছে বলে জানান তিনি।

অধ্যাপক রেজাউল ‘কোমলগান্ধার’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পাদক এবং ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ছিলেন। বিশ্ববিদ্যালয়ে সেতার বাদক হিসেবেও তার বেশ খ্যাতি ছিল।

Share this content:

Back to top button