
এবিএনএ: খালেদা জিয়ার মুক্তির দাবিতে হঠাৎ রাজধানীর সুপ্রিম কোর্টের সামনে মিছিল বের করে বিএনপি। এতে করে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট গেটে গিয়ে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের সব গেট বন্ধ করে দেয়া হয়।
মিছিলটির অগ্রভাগে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
Share this content: