জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয়

এবিএনএ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে আদালত চত্বরসহ পুরো নগরীতে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ-র‌্যাবের বিশেষ টহল দেখা গেছে। নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত ঘিরে। আদালত চত্বরে গিয়ে দেখা গেছে, সেখানে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আগে থেকে যেসব আইনজীবীর নাম নিবন্ধিত ছিল, শুধু তাদেরই আদালতে ঢুকতে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আর প্রতিটি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বেসরকারি টিভি চ্যানেলের ক্ষেত্রে শুধু রিপোর্টার ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন, ক্যামেরাপারসন যেতে পারছেন না।

আদালত এলাকায় বৃহস্পতিবার সিসি ক্যামেরা বসায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

এদিকে, আদালত চত্বরে কোনো টিভি চ্যানেলকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। আদালত চত্বরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ করা হয়েছে। রাজধানীর গুলশান-৭৯ নম্বর সড়কে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।  পুলিশ ওই সড়কের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে রেখেছে। সেখানে সাধারণ মানুষ ও কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির আশপাশে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, বিভিন্ন পেট্রোল যান মোতায়েন রাখা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button