বাংলাদেশরাজনীতিলিড নিউজ

রংপুর-৩ উপনির্বাচনে অংশ নেবে বিএনপি : রিজভী

এবিএনএ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, বিএনপি রংপুর-৩ আসনে উপনির্বাচনে অংশ নেবে। এ আসনে নির্বাচন করতে আগ্রহীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি। রিজভী জানান, ‘৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দিতে হবে এবং ৭ সেপ্টেম্বর মনোনয়নপ্রত্যাশীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেবেন। মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ১০ হাজার টাকা এবং জমা দেয়ার জন্য প্রার্থীকে ২৫ হাজার টাকা দিতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button