
এবিএনএ: নির্বাচনি প্রচারণায় যুক্ত থাকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয় গত বছর কমে গেছে। তবে ধনীদের জন্য তার নির্ধারণ করা হারে কর দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ রয়েছে তার। আয় কমেছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও। নিজেদের প্রকাশ করা ট্যাক্স রিটার্ন থেকে জানা গেছে এসব তথ্য। সোমবার এ তথ্য দিয়েছে ব্লুমবার্গ।
গত বছর প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ফেডারেল ইনকাম ট্যাক্স দিয়েছেন এক লাখ ৫৭ হাজার ৪১৪ ডলার। তারা কর দিয়েছেন ২৫.৯ শতাংশ হারে। এ ছাড়া এই দম্পতি একই বছর ডেলাওয়ার স্টেট ট্যাক্স দিয়েছেন ২৮ হাজার ৭৯৪ ডলার। এ ছাড়া ফার্স্ট লেডির শিক্ষকতা করা ভার্জিনিয়ায় ট্যাক্স দিয়েছেন ৪৩৩ ডলার।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডো এমহফ-ও তাদের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেছেন। ২০২০ সালে হ্যারিস ও এমহফের মোট নিট ফেডারেল আয় ১৬ লাখ ৯৫ হাজার ২২৫ ডলার। আইন প্রতিষ্ঠান ডিএলএ পাইপারের সহযোগী হিসাবে আয় করা এই অর্থ থেকে ৩৬.৭ শতাংশ হারে তারা মোট কর দিয়েছেন ছয় লাখ ২১ হাজার ৮৯৩ ডলার।
Share this content: