এবিএনএ : প্রতিবন্ধী হলেই অটিস্টিক না বলতে সবাইকে আহ্বান জানিয়েছেন গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল।
আজ শনিবার আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবসে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অটিজম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ভিডিও বার্তাটি প্রচার করা হয়।
সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, অটিজম নামটা এত বেশি পরিচিত হয়ে গেছে প্রতিবন্ধী হলেই আমরা অটিস্টিক বলি। আমি অনুরোধ করব, এত সহজে সবাইকে অটিস্টিক বলবেন না। অটিজম একটা কমপ্লেক্স নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। এটা শুধু ওই মানুষটাকে এফেক্ট করে না, পুরো পরিবারকে এফেক্ট করে। তিনি বলেন, কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা পুরো দেশের উন্নয়ন করতে চাই। আমরা কাউকে ভুলে যাব না। কাউকে ফেলে রেখে এই দেশটা বড় হবে না। অটিস্টিকরা যেন আমাদের দেশের একটা অংশ মনে করে চলতে পারে, সে জন্য বাবা-মা ছাড়াও পুরো পরিবার ও পুরো সমাজকে সহায়তা দিতে হবে।
Share this content: