আমেরিকা

যুক্তেরাষ্ট্রে ‘সেরা রিয়েল এস্টেট এজেন্ট’ মোর্শেদা জামান

এ বি এন এ : শিকাগো, ডালাস, র্নর্দান র্ভাজনিয়িা, ম্যারল্যিান্ড, ওরল্যান্ডো এবং নউি ইর্য়কে অঞ্চলে আবাসন ব্যবসায় জড়তি ‘গাইডন্সে রয়িল্টেি হোমস’র সরো এজন্টেরে স্বীকৃতি পয়েছেনে বাংলাদশেি র্মোশদো জামান।

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ল’ সোসাইটি এবং জামালপুর জেলা সমিতির সভানেত্রী মোর্শেদা জামানের মাধ্যমে এ বছরের প্রথম সাত মাসে চার মিলিয়ন ডলারের বেশি আয় করেছে কোম্পানিটি।

কৃষিবিদ স্বামী আশরাফুজ্জামানের সঙ্গে মোর্শেদা জামান।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হুসাম কুতুব  জানান, মোর্শেদা গত বছরের জুলাইয়ে যোগ দেওয়ার পর নিউ ইয়র্কে তাদের ব্যবসায় গতি এসেছে।

“নিউ ইয়র্ক কার্যালয়ের সবাইকেই তিনি অনুপ্রাণীত করছেন নিজ নিজ কাজে। আর এর সামগ্রিক সুফল পাচ্ছে মাত্র আড়াই বছর বয়সী এই প্রতিষ্ঠান।”

মোর্শেদাকে নিউ ইয়র্ক কার্যালয়ের ‘সবচেয়ে মেধাবী কর্মী’ আখ্যায়িত করেন কুতুব।

পেশাগত সাফল্যের এ স্বীকৃতি পওয়ার প্রতিক্রিয়ায় মোর্শেদা জামান বলেন, ‘কমিউনিটির সাথে সুন্দর সম্পর্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিসহ ভিন্ন কমিউনিটির লোকজনও আসছেন আমার কাছে। চেষ্টা করছি সততা ও নিষ্ঠার সাথে সহায়তা দিতে। সম্ভবত: এটিই হচ্ছে আমার সাফল্যের মূলভিত্তি।

Share this content:

Back to top button