আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান রক

এবিএনএ : তার নাম ডোয়াইন জনসন। তবে ভক্তদের কাছে তিনি রক নামেই বেশি পরিচিত। রেসলিং ছেড়েছেন বহুদিন হল। অভিনয়ই এখন তার ধ্যান জ্ঞান।। কিন্তু আরো একটি পরিচয়ে তিনি পরিচিত হতে চান। রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন রক। হতে চান আমেরিকার প্রেসিডেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তিনি। তিনি বলেন দেশের সর্বোচ্চ কার্যের জন্য তার সম্ভাবনা, একটি চলমান বাস্তবতা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য কখনো লড়বেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি মনে করি এটা একটি বাস্তব সম্ভাবনা’। এর পরে তিনি আরো যোগ করেন, যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট হন, তাহলে ভারসাম্য অবস্থা সৃষ্টি করবেন। এছাড়া তাদের মতামতেও গুরুত্ব দেবেন যারা তার সাথে একমত হবেন না।

জনসন নির্দ্বিধায় স্বীকার করেছেন গত নির্বাচনে তিনি ভোট দেননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি তার সমর্থনও নেই। তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে, আমি মনে করি যে যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে ভারসাম্য সৃষ্টি গুরুত্ব পাবে। নেতৃত্ব সৃষ্টি গুরুত্ব পাবে। প্রত্যেকের জন্য দায়িত্ব গ্রহণ করা হবে’।

রক মনে করেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প থেকে তিনি ভাল প্রেসিডেন্ট হবেন। সবার সাথে একসাথে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি। এখন দেখার বিষয় রাজনীতিতে সত্যি সত্যি আসছেন কিনা তিনি। ডোয়াইন ‘দ্যা রক’ জনসন বর্তমানে  তার আসন্ন ছবি বেওয়াচ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটি মুক্তি পাবে ২৫ মে।

Share this content:

Related Articles

Back to top button