আমেরিকা

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী ‘পাগলা কুকুর’

এবিএনএ : পেন্টাগনের ইতিহাসে ৬৬ বছর বয়সী জেনারেল জেমস ম্যাটিস ‘পাগলা কুকুর’ বলেই বেশি পরিচিত। ২০০৫ সালে মজা করতে গিয়ে বেশ কয়েকজনকে গুলি করে সমালোচিত হয়েছিলেন তিনি। ম্যাটিস ছিলেন বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান নীতির কট্টর সমালোচক। তিনি ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডার হিসেবে অবসরে যান। সেই জেমস ম্যাটিসকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস ম্যাটিসের নাম ঘোষণার মাধ্যমে রিপাবলিকান নেতা ট্রাম্প তার প্রশাসনের প্রায় শীর্ষ সব পদের নিয়োগ সমপন্ন করেন। এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি সিনেট অনুমোদন দিলে প্রশাসন পূর্ণতা পাবে। খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের। ওহাইও’র এক কর্মসূচিতে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ”এই পদে সেই (জেমস ম্যাটিস) আমাদের সেরা।” সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ”আমরা আমাদের ‘পাগলা কুকুর’ ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমান্ডার জেনারেল জর্জ প্যাটনকে খুব কাছ থেকে দেখেছেন। তিনিই সত্যিকারের জেনারেলদের জেনারেল।” জেনারেল ম্যাটিস ১৯৯১ সালে গালফ যুদ্ধ প্রথম নেতৃত্ব দেন। ২০০১ সালে দক্ষিণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর নেতৃত্ব দেন। ২০০৩ সালে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। অনেকে মনে করছেন, জেনারেল ম্যাটিসকে নিতে ট্রাম্পকে আইনি বেগ পেতে হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, অবসরের সাত বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কারও প্রতিরক্ষা বিভাগের ইউনিফর্ম পরা সম্ভব নয়। তবে প্রতিনিধি পরিষদ ও কনগ্রেসে সংখ্যাগরিষ্ট থাকায় রিপাবলিকানরা এই আইন সংশোধন করে ম্যাটিসের নিয়োগ দিতে পারবেন।

Share this content:

Related Articles

Back to top button