
এবিএনএ: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের নিওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দুটি ড্রোন দেখা যাওয়ায় সেখানে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। এসব ড্রোন আকাশে থাকা বিমানের খুব কাছাকাছি চলে গিয়েছিল। এরপর থেকে সেখানকার ফ্লাইটগুলো উড্ডয়ন করতে দেয়া হয় নি। পরে অবশ্য বিমান চলাচল শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে একজন পাইলট জানিয়েছেন যে, তার বিমানের ৩০ ফুটের ভিতর চলে এসেছিল একটি ড্রোন। এ সময় তিনি টেটারবরো বিমানবন্দরে যাচ্ছিলেন। ওই খবর পেয়ে পূর্ব সতর্কতা হিসেবে নিওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেন কর্মকর্তারা।
নিউ জার্সিতে মঙ্গলবারের ওই ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে নিওয়ার্কমুখী ফ্লাইটগুলো থেকে দুটি রিপোর্ট পাই। তাতে বলা হয়, নিউ জার্সির টেটারবরোর আকাশে ৩৫০০ ফুট উপরে ড্রোন দেখা গেছে। এ অবস্থায় নিওয়ার্কের দিকে আসা ফ্লাইটগুলোকে অল্প সময়ের জন্য ‘হেল্ড’ করে রাখা হয়। তারপর আর কোনো ড্রোন দেখা না যাওয়ায় বিমান চলাচল শুরু হয়েছে। তবে নিওয়ার্কমুখি অন্য বিমানবন্দরগুলোতে আমরা স্থগিতাদেশ বহাল রেখেছি। তা তাড়াতাড়িই প্রত্যাহার করা হবে বলে আমরা আশা করছি।
Share this content: