আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

এবিএনএ : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দুই পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। জরুরি কলে সাড়া দিতে গিয়ে তারা একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। এরপর সেখানেই বন্দুকধারীরা তাদের গুলি করে হত্যা করে। শনিবার ঘটনার সময় পারিবারিক ঝগড়ার ঘটনা নিয়ে জরুরি ৯১১ নাম্বারে ফোন করা হয়েছিল পুলিশের সহায়তা চেয়ে। ঘটনাটি ঘটে ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায়। এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানিয়েছেন, ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয় রিং ঘটনাস্থলেই মারা যান। ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাগুলির এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this content:

Back to top button