সিএনবিসি’র খবরে জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে গত সপ্তাহে ছুটির কারণে দেরি হওয়া রিপোর্টের ফল যুক্ত হওয়ায় হঠাত করেই ১০ লাখ ছাড়িয়েছে সংক্রমণ। তারপরেও গত ৭ দিনের হিসাবে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৪ লাখ ৮০ হাজার ২৭৩ জনের কোভিড শনাক্ত হয়েছে। এটিই মহামারি শুরু হওয়ার পর দেশটিতে ৭ দিনের সর্বোচ্চ গড়। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। গত এক সপ্তাহে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৯৮ হাজার মার্কিনি। এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৩২ শতাংশ বেশি। গত সেপ্টেম্বর মাসে যখন ডেল্টা ভ্যারিয়েন্টের পিক চলছিল তখন এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার। ফলে দ্রুতই হাসপাতালে ভর্তির সংখ্যা সবথেকে খারাপ অবস্থায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে কোভিডের কারণে প্রতিদিন গড়ে ১২০০ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর হার পূর্বের তুলনায় বেশ কম রয়েছে। গত বছর একই সময়ে প্রতিদিন ৩ হাজার জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডেল্টাকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সবথেকে প্রভাবশালী কোভিড ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে ওমিক্রন। গত ২৫ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট কোভিড কেসের ৫৮.৬ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট। অপরদিকে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রয়েছেন ৪১ শতাংশ। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা নাগরিকদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন।
Share this content: