আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে সিনাগগে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত ৩

এবিএনএ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন ব্যক্তি। পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ রোববার হামলা হয়। ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরের পাওয়েতে হামলার পর ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করে পুলিশ। তাঁর নাম জন আর্নেস্ট। গত মাসে একটি মসজিদে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্রের বিষয়টি তদন্ত করা হচ্ছিল।

হামলার সময় সিনাগগে ‘পাসওভার ডে’ উদ্‌যাপন চলছিল। কেন এ রকম হামলার হয়েছে, তা জানতে পারেনি পুলিশ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেছেন, ‘ঘৃণা থেকে এই হামলা চালানো হয়েছে।’

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল। এর ছয় মাস পর ফের বন্দুকধারীর গুলি চালানোর ঘটনা ঘটল। সান ডিয়াগোর কাউন্টি শেরিফ বিল গোর বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে হামলাকারীর কার্যকলাপ পর্যালোচনা করা হচ্ছে। গোর বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। গত রোববার শ্রীলঙ্কায় খ্রিষ্টধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ২৫৩ জন নিহত হন।

Share this content:

Back to top button