জাতীয়বাংলাদেশলিড নিউজ

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ: প্রধানমন্ত্রী

এবিএনএ : হাঙ্গেরি যাওয়ার পথে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিছক যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করে। অন্য কিছু না। এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তারা তদন্ত করে দেখছে। আমি শুধু দেশবাসীর দোয়া চাই।

হাঙ্গেরি সফর সম্পর্কে জানাতে শনিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত রোববার হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে তুর্কমেনিস্তানেরর আশখাবাতে বিমানটি জরুরি অবতরণ করে। ত্রুটি সারানোর পর একই ফ্লাইটে হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। এতে দেশটির রাজধানী বুদাপেস্ট যেতে প্রধানমন্ত্রীর চার ঘণ্টা বিলম্ব হয়।

নতুন বিমান কেনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য নতুন বিমান কেনার বিলাসিতার সময় আসেনি। বিমান কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হয় না। সাধারণ মানুষের জন্য কেনা হয়।

বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুকি নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি দেশে এসেছি। ঝুকির মধ্যেই আছি। এভাবে চলতে থাকবো।

Share this content:

Back to top button