
এবিএনএঃ রাজধানী ওয়ারী বিভাগের সমন্বয়ে পেশাদার সংবাদকর্মীর বৃহৎ সংগঠন যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১মে) বিকাল ৪ ঘটিকায় উত্তর যাত্রাবাড়ী নুর টাওয়ারে অবস্থিত থাই পার্ক চাইনিজ রেষ্টুরেন্টে এ উদ্বোধন করা হয়।
ক্লাবটি ফিতা কেটে উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও এশিয়ান টেলিভিশন এর চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশীদ সিআইপি। এসময় ক্লাবের আহবায়ক ও দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তুহিনুর রহমান (নুরু হাজী), ঢাকা মেট্রো পলিটন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফরিদ উদ্দিন, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান মাসুদ, বাংলাদেশ সুপ্রিমকোর্টের মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি কাজী সাহানারা ইয়াসমিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬২নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ ও বাংলাদেশ আওমামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মুন্সীহাবিবুল্লাহ পলাশ প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল লতিফ চৌধুরী, সদস্য মোঃ জাকির হোসেন, আতাউর রহমান, এসএম সোহাগ, মোঃ জুয়েল রানা, মশিউর রহমান সুজন। পরে ক্লাবটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শহিদুল্লাহ গাজী।
Share this content: