
এবিএনএ : আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে অংশ নিতে সৌদি আরবে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে নিজ ধর্মবিশ্বাসের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার উদ্দেশ্যে ‘সহিংসতা ও মৌলবাদের’ সঙ্গে লড়তে মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি তিনি জোর আহ্বান জানাবেন।
বুধবার মার্কিন কোস্টগার্ড অ্যাকাডেমির স্নাতক ডিগ্রি পাওয়া সদস্যদের সামনে দেয়া এক বক্তব্যে ২০-২১ মে অনুষ্ঠিতব্য ওই সম্মেলন সম্পর্কে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট হওয়ার আগেই, সেই নির্বাচনী প্রচারণা চালানোর সময় থেকেই মুসলিমবিরোধী বক্তব্য এবং ইসলামভীতি ছড়ানোর অভিযোগে সমালোচিত হয়ে আসছেন এই রাষ্ট্রনায়ক। আর তিনিই যখন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মুসলিম রাষ্ট্রগুলোর অংশগ্রহণে ইসলামিক সম্মেলনে যোগ দিতে রাজি হন, তখন সেই সফর এবং ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে জল্পনা-কল্পনা হওয়াটাই স্বাভাবিক।
এই জল্পনা-কল্পনার অবসান করতেই ট্রাম্প সহযোগীরা বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্তকে মুসলিম বিশ্বের সঙ্গে তার সম্পর্ক উন্নয়নের একটি চেষ্টা হিসেবে দেখছেন তারা। অন্যদিকে বুধবার ট্রাম্প নিজেও তার অবস্থান এভাবে স্পষ্ট করার চেষ্টা করলেন বলে জানিয়েছে আরব নিউজ।
‘মৌলবাদী ইসলামিক সন্ত্রাসকে আমাদের ঠেকাতে হবে,’ বক্তব্যে বলেন ট্রাম্প।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশসহ ২০১৫ সালে গঠিত সন্ত্রাসবিরোধী সামরিক জোটভুক্ত ৪১টি মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। ৪১টির মধ্যে ২০টি দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
Share this content: