মোদীর সঙ্গে ডিনারে ‘রক্ষণশীল’ পোশাকে কেট

এবিএনএ : দিল্লির ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে দমকা বাতাসে কাপড় নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। হলিউড তারকা মেরিলিন মনরোর বাতাসে স্কার্ট ওড়ানোর বিখ্যাত একটি ছবির সঙ্গে তুলনা করে একে অনেক রসিক ব্যক্তিই ‘মেরিলিন মোমেন্ট’ বলছেন।
তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নৈশভোজে গিয়ে এমন বিব্রতকর মুহূর্তে যেন না পড়তে হয় তাই একটু রক্ষণশীল পোশাকেই দেখা গেল কেটকে।
ব্রিটেনের গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজেকে রক্ষণশীলভাবে উপস্থাপন করতে সি গ্রিন লেসের পোশাকটিতে বাড়তি কাপড় যুক্ত করেছেন কেট। পোশাকটি দেখে মনে হয়েছে গলার দিকটাতে আর উরুর অংশে বাড়তি কাপড় লাগিয়েছেন ডাচেস।
৭৯৫ পাউন্ড মূল্যের যে পোশাকটি তিনি পরেন তার মূল ডিজাইনে লেসের অনেক বেশি ব্যবহার রয়েছে। গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত লেস থাকার কথা ছিল সেটিতে। আর এর জন্য পোশাকটির সঙ্গে ব্রা পরিধান করাও সম্ভব হত না। ধারণা করা হচ্ছে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই করতেই পোশাকে পরিবর্তন আনেন কেট।
Share this content: