আন্তর্জাতিকলিড নিউজ

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২ শতাধিক

এবিএনএ: ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে মোজাম্বিকে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নাইউসি টেলিভিশনে দেওয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন।
ঘূর্ণিঝড় ইদাই বৃহস্পতিবার ঘন্টায় ১৭০ কিলোমিটারেরও বেশি বাতাসের গতিবেগ নিয়ে মোজাম্বিকের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের পর শহর ও গ্রামের, বাড়ি ও রাস্তাগুলো পানিতে তলিয়ে যায় ও বিমানবন্দর বন্ধ হয়ে যায়। ঘটনার পাঁচ দিন পরেও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। ত্রাণকর্মীরা জানিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো অনেক লোক আটকা পড়ে আছে। রেডক্রস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে মোজাম্বিকে অন্তত চার লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। বেইরা শহরে উদ্ধার তৎপরতাকারীদের প্রধান জ্যামি লিসুয়ের বলেন, ‘মোজাম্বিকের ইতিহাসে এটি সবচেয়ে বাজে মানবিক সংকট।’
রেডক্রস বলেছ, বন্দর নগরী বেইরার পশ্চিমে ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। বুজি ও পুঙ্গি নদীর তীরবর্তী এলাকাগুলোতে বন্যার পানির গভীরতা কয়েক মিটার। এতে বাড়িঘর, টেলিফোনের খুটি ও গাছ সম্পূর্ণ ডুবে গেছে।
জ্যামি লিসুয়ের এর আগে জানিয়েছিলেন, বন্যায় মৃতের সংখ্যা ৮৪ এবং প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব মানুষের ওপর কতটুকু পড়তে তা এখনো স্পষ্ট নয়। ‍মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button