আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই

এবিএনএ : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে মেয়রের দায়িত্ব পালনে মান্নানের আর কোনো বাধা থাকল না। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

মান্নানের পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দীন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৩ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মান্নানের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

মেয়র মান্নানকে ২০১৫ সালের ১৯ আগস্ট প্রথম দফায় বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই বরখাস্তের আদেশ ২০১৬ সালের ১১ এপ্রিল হাইকোর্ট স্থগিত করেন। ১৩ এপ্রিল আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আদালতের রায়ে সেই বরখাস্তাদেশ স্থগিত হওয়ার পর ২০১৬ সালের ১৭ এপ্রিল মেয়র হিসেবে মান্নানের দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু ওই বছরের ১৫ এপ্রিল ফের গ্রেপ্তার হন তিনি। একই বছরের ১৮ এপ্রিল তাকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চলতি বছরের ৬ জানুয়ারি মুক্তি পান মেয়র মান্নান। পরে দ্বিতীয় দফায় বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button