আমেরিকালিড নিউজ

মেলানিয়াকে নিয়ে ক্যাম্প ডেভিডে অবকাশযাপনে ট্রাম্প

এবিএনএ : প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবারের মতো ক্যাম্প ডেভিডে অবকাশ যাপনে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অবকাশ সঙ্গী হিসেবে গেছেন স্ত্রী মেলানিয়া ও তাদের পুত্র ব্যারন ট্রাম্প।

রবিবার হোয়াইট হাউসের সাউথ লন থেকে একটি মেরিন বিমানে করে উইকেন্ড কাটাতে রওয়ানা দেন। গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর তিনি বেশিরভাগ উইকেন্ডই কাটিয়েছেন তার ফ্লোরিডার মারা লাগো রিসোর্ট স্টেটে। কিন্তু এবার প্রথমবারের মতো তিনি মেরিল্যান্ডে ক্যাম্প ডেভিডের উদ্দেশে মেরিন উড়োজাহাজে করে যাত্রা করলেন।

উল্লেখ্য, ক্যাম্প ডেভিড যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের বিশ্রাম স্থান বা অবকাশযাপন কেন্দ্র হিসেবে পরিচিত। ১৯৫৩ সালের পূর্ব পর্যন্ত এটি শাংগ্রি-লা নামে পরিচিতি ছিল। ওয়াশিংটন ডিসি’র ৬২ মাইল (১০০ কিমি) উত্তর-উত্তর-পশ্চিমাংশের মেরিল্যান্ডের থারমন্টের কাছে ক্যাটোকটিন মাউন্টেইন পার্কে অবস্থিত। আনুষ্ঠানিকভাবে এ স্থানটি নেভাল সাপোর্ট ফ্যাসিলিটি থারমন্ট নামে পরিচিত। মূলতঃ এটি একটি সামরিক স্থাপনা যা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করেন। পর্বতসঙ্কুল এলাকায় ২০০ একর (৮১ হেক্টর) এলাকা নিয়ে ক্যাম্প ডেভিড গড়ে উঠেছে। সর্বোচ্চ নিরাপত্তা বেস্টনি বিদ্যমান থাকায় সাধারণ জনগণের প্রবেশাধিকার নিষিদ্ধ।

এছাড়া আরব-ইসরায়েলি সংঘাতের প্রেক্ষিতে ১৯৭৮ সালে মিশরের রাষ্ট্রপতি আনোয়ার আল সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন এখানেই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছিলেন যা ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিতি পায়।

Share this content:

Back to top button