মেক্সিকোতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলি, নিহত ৪


এবিএনএ: মেক্সিকোতে রাজধানী মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাত্র কয়েক গজ দূরে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এই গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও আরও দু’জন আহত হয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোলাগুলির সময় দেশটির প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওবরাডর প্রাসাদে ছিলেন না। সেই সময় তিনি রাজধানীর বাইরে এক সফরে ছিলেন।
মেক্সিকো সিটি পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ছোট একটি ভবনে প্রবেশ করেছিলেন। এরপরই ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে ভবনের থাকা দুই ব্যক্তির ওপর গুলি চালান। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের বারান্দায় চার ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় অস্ত্রধারী ব্যক্তিকে গুলি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই মারা যান ওই অস্ত্রধারী।
গোলাগুলি চলাকালীন শতাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের রাস্তা বন্ধ করে দেন। ও রেড এলার্ট জারি করেন।