মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী থাইল্যান্ড : বাণিজ্যমন্ত্রী

এবিএনএ : বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ঢাকায় সফররত থাইল্যান্ডের ইনভেস্টমেন্ট এন্ড ইকোনমিক রিফর্মস বিষয়কমন্ত্রী মি. কোবসক পুট্রকলের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জনানো হয়েছে।
বৈঠকে কোবসক পুট্রকল বলেন, দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে উভয় দেশই এফটিএ চুক্তিতে আগ্রহী। এ জন্য টেকনিক্যাল কমিটি কাজ করছে। থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি। কোন কোন খাতে তারা বিনিয়োগ করতে চায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ, পাওয়ার, হসপিটালসহ আরও কিছু সেক্টরে তারা বিনিয়োগে আগ্রহী।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, থাইল্যান্ড আমাদের বন্ধু দেশ। কিন্তু বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ভলো নয়। আমরা এ বাণিজ্যের পরিমাণ আগামী ২০২১ সালের মধ্যে ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। তিনি বলেন, বর্তমানে থাইল্যান্ড বাংলাদেশকে বেশকিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। তবে আমরা তৈরি পোশাকসহ আরও যেসব পণ্য রপ্তানি করি সেসব পণ্যে এ সুবিধা চাই।
Share this content: