আন্তর্জাতিকলিড নিউজ

মিশরের চার্চে বন্দুকধারীর হামলা, নিহত ৯

এবিএনএ : নতুন বছরের আগে ফের রক্তাক্ত হলো মিশর। শুক্রবার স্থানীয় সময় সকালে মিশরের দক্ষিণে হেলওয়ানে সেইন্ট মিনাস চার্চে বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছে ৯ জনের। এই হামলায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে দুই পুলিশকর্মীও আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে প্রার্থনার সময় দুই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরকবোঝাই জামা পরে, অস্ত্র নিয়ে চার্চে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালায়। পুলিশের সঙ্গে পাল্টা গুলিতে নিহত হয় এক বন্দুকধারী। দ্বিতীয়জন পালিয়ে যায়।তার খোঁজ চলছে।

মিশরের প্রেসিডেন্ট আল সিসি এই হামলার তীব্র নিন্দা করেছেন। ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষ্যে মিশরে কড়া নিরাপত্তা ব্যবস্থার দাবি করেছে মিশর পুলিশ। তা সত্ত্বেও এই ঘটনায় মিশর পুলিসের ফস্কা গেরোর ছবিটাই স্পষ্ট হল বলে মনে করছে কূটনৈতিক মহল।

Share this content:

Related Articles

Back to top button