বাংলাদেশরাজনীতিলিড নিউজ

মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

এবিএনএ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। ব্যর্থতার দায় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত।’

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘নির্বাচনে কারচুপির কারণে স্টেডিয়ামে গিয়ে ক্ষমা চাওয়ার’ বিষয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি। নির্বাচনে ১০টিও আসন পায়নি। আন্দোলন ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ লজ্জা থাকলে তার (ফখরুল) এখনই পদত্যাগ করা উচিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ এ অভূতপূর্ব বিজয় যারা প্রত্যাখ্যান করছে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হয়েছে। নির্বাচনের দিন বিএনপি-ঐক্যফ্রন্টের কোনো এজেন্ট কী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রতিবাদ করেছে?’ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে কাদের বলেন, ‘নির্বাচনের দিন টিআইবির কোনো এজেন্ট কি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কথা বলেছে? নির্বাচনের এতদিন পর তারা কেন অলীক, অবিশ্বাস্য রূপকথার গল্প সাজাচ্ছেন তা আমরা জানি। এর জবাব দেশের জনগণই দেবে।’

Share this content:

Back to top button