আন্তর্জাতিকলিড নিউজ

মধ্যপ্রাচ্যে বিক্রির উদ্দেশ্যেই ব্রিটিশ মডেলকে অপহরণ

এবিএনএ : ব্রিটেনের ২০ বছর বয়সী মডেল ক্লো অ্যালিং। দুদিন আগে অপহৃত এই মডেলকে উদ্ধার করে ইতালির পুলিশ জানায় যে, অপরাধীরা তাকে অনলাইনে নিলামে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করেছিল। তবে এবার ক্লো অ্যালিংয়ের আইনজীবী জানাচ্ছেন, মধ্যপ্রাচ্যে ‘যৌনদাসী’ হিসেবে বিক্রির জন্য ইতালির মিলান শহর থেকে অ্যালিংকে অপহরণ করা হয়েছিল।
আইনজীবী ফ্রান্সেসকো পেসকি জানিয়েছেন, ওই মডেল একটি ফটো শুটে অংশ নেয়ার জন্য মিলানে গিয়েছিলেন। উদ্ধারের পর মিস অ্যালিং বলেছেন তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। ‘ব্ল্যাক ডেথ’ নামে একটি গ্রুপ ব্রিটিশ এই মডেলকে অপহরণ করে ছয়দিন আটকে রাখে।
মিলানের উদ্দেশ্যে বাড়ি ছাড়ার ২৬ দিন পর রবিবার নিজ বাড়িতে ফিরেছেন ক্লো অ্যালিং। অ্যালিংকে উদ্ধারের পর ইতালির পুলিশ জানিয়েছিল, মিলানে নামার পরই দু’ব্যক্তি ঐ মহিলাকে আক্রমণ করে এবং নেশার ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে। এরপর একটি ব্যাগের ভেতর ঢুকিয়ে তাকে গাড়ির বুটে তোলা হয় এবং টুরিন শহরের কাছে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। পুলিশের তদন্ত বিভাগ বলছে, অপহরণকারীরা বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে নারীদের অনলাইনে নিলামে তোলে। সাইটগুলিতে প্রতিটি নারীর ছবির সাথে তাদের বর্ণনা এবং প্রাথমিক মূল্য দেয়া ছিল।
কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা জানিয়েছে যে তারা ‘ব্ল্যাক ডেথ গ্রুপ’ নামে একটি অপরাধী চক্রের সদস্য যাদের মূল ব্যবসা হচ্ছে নারী পাচার। আইনজীবী পেসকি জানাচ্ছেন যে তার ‘মক্কেলকে মধ্যপ্রাচ্যে যৌনকর্মের জন্য কারো কাছে বিক্রির পরিকল্পনা করছিল অপহরণকারীরা।’

Share this content:

Back to top button