জাতীয়বাংলাদেশলিড নিউজ

মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার: বাংলাদেশ-ভারতের বৈঠক

এবিএনএ : পায়রা বন্দরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারসহ চারটি বিষয় চূড়ান্ত করতে বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বুধবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে এই বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই বৈঠক উদ্বোধন করেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের নৌ সচিব রাজিভ কুমার।
বৈঠক উদ্বোধনের পর তারা সাংবাদিকদের জানান, বৈঠকে নৌপথে লাইটহাউজেস ও লাইটশিপস বিষয়ে এমওইউ, কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস সংক্রান্ত এমওইউ’র বিষয়ে এসওপি, পায়রা বন্দরে মাল্টিপারপাস (কন্টেইনার) টার্মিনাল নির্মাণ সংক্রান্ত বিষয়ে চুক্তি/এমওইউ, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ।
এক প্রশ্নের জবাবে ভারতের নৌ সচিব রাজিভ কুমার সাংবাদিকদের জানান, ভারতের দুইটি কোম্পানি পায়রাবন্দরের মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় জানান, পায়রা বন্দরের ১৯ কম্পোনেন্টে ১২৫ দেশ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের বহু দেশ উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।
ভারতীয় নয় সদস্য প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন- ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজাত সাচার, নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক এম কে সাহা, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান অমিতাভ ভার্মা, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) শ্রীকান্ত মহারাজা, আগরতলা কাস্টমস এর যুগ্ম কমিশনার, ভিভান্তা ওয়াটারওয়েজ এর পরিচালক আর সুশীলা, আইসিএম (আই) প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বি এস চৌহান এবং বাংলাদেশ-মায়ানমার এর আন্ডার সেক্রেটারি মিনি কুমান।
বাংলাদেশের ১৬-সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সুব্রত রায় মৈত্র, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মুনির চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভ’ঁইয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, এনবিআর এর সদস্য মোঃ ফিরোজ শাহ আলম, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এম গোলাম মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম দেলোয়ার হায়দার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এইচ এম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এম মনোয়ার হোসেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম সাইদুর রহমান, বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) মো. শফিকুল হক, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম এবং গালফ অরিয়েন্ট সি ওয়েজ লিমিটেডের মো. শেখ মাহফুজ হামিদ।

Share this content:

Back to top button