জাতীয়লিড নিউজ

ভ্যাকসিনের কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এবিএনএ : স্থানীয়দের হার ও চাহিদা অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন প্রত‌্যেক এলাকায়  সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আপনারা সবাই নিশ্চিন্তে ভ‌্যাকসিন নিন। দেশে ভ্যাকসিনের কোনো অভাব নেই, ভবিষ্যতেও হবে না।’ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মুজিব কর্নারের উদ্বোধনী  অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে গত সাত বছরের কাজের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘গত সাত বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মন্ত্রী হিসেবে কাজ করছি। দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা কোথা থেকে কোথায় এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী সম্প্রতি ২০টি মেডিক‌্যাল কলেজ হাসপাতালের অনুমোদন দিয়েছেন। ৪ টি মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। প্রত‌্যেক জেলায় ১০ বেডের আইসিইউ বেড,১০ বেডের ডায়ালাইসিস সেন্টার হচ্ছে। ৮ বিভাগে ৮ টি ১৫ তলাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামী মাস থেকেই।’  জাহিদ মালেক আরো বলেন, আজকে আমাদের সংক্রমণের হার অনেক কম।

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান,মহাসচিব অধ্যাপক এম এ আজিজ প্রমুখ।

Share this content:

Back to top button