
এবিএনএ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা এবং বাধাহীন অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদ।স্থানীয় সময় বুধবার দুপুরে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।বিলে বলা হয়েছে, নির্বাচনে যেন ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটে, সে বিষয়ে নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। এতে মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে।গত ৬ ডিসেম্বর ১১৫তম কংগ্রেসের প্রতিনিধি পরিষদের দ্বিতীয় অধিবেশনে প্রস্তাবটি পেশ হয়। মার্কিন প্রতিনিধি পরিষদের ছয় সদস্য টেড ইয়োহো, এলিয়ট এনজেল, ব্র্যাড শেরমান, স্টিভ শাবট, জেরাল্ড কনোলি ও ড্যারেন সোটোর উদ্যোগে এর আগে প্রস্তাবটি পররাষ্ট্রবিষয়ক কমিটিতে উত্থাপন করা হয়।বুধবার স্থানীয় সময় দুপুরের পরে প্রতিনিধি পরিষদের দ্বিতীয় অধিবেশনে ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান উইলিয়াম কেটিং প্রস্তাব উপস্থাপন করেন। উত্থাপনে তাকে সমর্থন দেন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক কমিটির সদস্যরা।প্রস্তাবে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে- সন্ত্রাসবাদ, শান্তিরক্ষা, পরিবেশ ও জলবায়ুসহ শ্রমিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশ ইস্যুতে সহযোগিতা ও মূল্যবোধ অংশীদারিত্বের ভিত্তিতে। তাই যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র সুরক্ষা করতে এবং বর্ধিত ধর্মীয় উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ নির্মূলে দুদেশের স্বার্থ বিনিময়ে সম্মানজনকভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে আরো সক্রিয় হতে চায়।প্রস্তাবে উল্লেখ করা হয়, ২০১৪ সালে নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতার প্রশ্ন তুলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছিল।
Share this content: