
এবিএনএ : মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা জোরদারে তিনটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে ভিয়েনমারের প্রেসিডেন্ট ত্রান দুই কুয়াংয়ের বৈঠকের পর তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারক তিনটি সই হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে উভয়ের মধ্যে একান্ত বৈঠকের পর এই আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া হাতে ভিয়েতনামের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং গত রোববার তিনদিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। রাষ্ট্রপতি মো. আবদুুল হামিদের আমন্ত্রণে দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। গত ১৪ বছরে এটি ভিয়েতনামের কোনো প্রেসিডেন্টর প্রথম বাংলাদেশ সফর। ২০০৪ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ত্রান দাক লুয়ং সর্বশেষ বাংলাদেশ সফর করেন। ভিয়েতনাম ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে প্রথমদিকে স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম।
রোববার বিকেল সাড়ে ৫টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট কুয়াংয়ের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সোমবার সকালে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে রাষ্ট্রীয় ভোজ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনদিনের সরকারি সফর শেষে ভিয়েতনামের রাষ্ট্রপতির মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
Share this content: