এবিএনএ: ই-কমার্স কোম্পানি, দারাজ, প্রথমবারের মতো নিয়ে এলো ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’-১১.১১। ২০০৯ সালে আলিবাবা ১১.১১ চালু করেছিল। ক্যাম্পেইনটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটা উৎসব। এটি ‘অ্যামাজন প্রাইম ডে’র তুলনায় ১৮ গুণ বড় এবং ব্ল্যাক ফ্রাইডের তুলনায় আড়াই গুণ বড়। ১ দিনের এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ ৮৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে দারাজে। এ ইভেন্টের বিশেষ আকর্ষণ হল-১১ টাকায় ডিল, মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড ভাউচার, ব্যাংক ডিসকাউন্ট এবং আরও অনেক কিছু। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ বিশাল ক্যাম্পেইন উপলক্ষে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দারাজ অ্যাপ আপনার জন্য কি নিয়ে এসেছে তা একবার বুঝে গেলে আপনি পরিষ্কারভাবে অনুভব করতে পারবেন ১১.১১- এর আগের এবং পরের দারাজের মধ্যকার আকাশ-পাতাল পার্থক্য।