
এবিএনএ : দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) পঞ্চম আসর শেষের পথে। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে লিগ পর্বের খেলা। শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার বিপিএলের কোনো খেলা নেই। শুক্রবার হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ১২ ডিসেম্বর হবে ফাইনাল।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স। আর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। এ ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
বিপিএলের শেষ চারের সময়সূচি
৮ ডিসেম্বর দুপুর ২টায় এলিমিনেটর : খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
১০ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার : এলিমিনেটর বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল।
১২ ডিসেম্বর ফাইনাল : প্রথম কোয়ালিফায়ার বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার বিজয়ী সন্ধ্যা ৬টা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
Share this content: