জাতীয়বাংলাদেশলিড নিউজ

বিজিএমইএ’র নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এবিএনএ: পোশাক রপ্তানিকারকদের সবথেকে বড় সংগঠন বিজিএমই’র নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে উত্তরায় নির্মাণাধীন বিজিএমইএ কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।একইসঙ্গে উত্তরার ১৭ নম্বর সেক্টরের ব্লক এইচ ওয়ানে নির্মাণাধীন বিজিএমইএ কমপ্লেক্স ভবনের নিচ তলায় উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বিজিএমইএর নেতাদের সঙ্গে কথা বলেন। তুলে ধরেন পোশাক খাতের উন্নয়নের বিভিন্ন দিক।
ভবন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোর্টের রায় হয়ে গেছে এই ভবন ভেঙ্গে ফেলতে হবে। কোর্টের রায় খেলাপ করা যাবে না। আজ নতুন ভবন উদ্বোধন হলো পরবর্তিতে আস্তে আস্তে কাজ চলতে থাকবে। নতুন ভবনে উৎপাদিত পণ্যের ভালো ডিসপ্লে সেন্টার থাকবে। বিদেশি বা কেউ সেখানে গেলে সেগুলো দেখতে পারবে সুন্দর একটা পরিবেশ হবে।
তিনি বলেন, ওই জমিটা (কারওয়ান বাজরস্থ বিজিএমইএ ভবন) আমার দেওয়া ছিল। কিন্তু ওই জায়গায় নয়। সেনারগাঁও হোটেলের সঙ্গে দেওয়া ছিল। আমি বার বার অনুরোধ করেছি খালের ভেতরে যেন না হয়। কিন্তু দুর্ভাগ্য আমরা যখন পরবর্তীতে ক্ষমতায় আসলাম তখন দেখলাম খালের ওপর ব্রিজ দিয়ে তারপর ভবন করা হয়েছে।
গণভবনে এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
উত্তরার নতুন ভবনে এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, সহসভাপতি এম এম মান্না কচি, সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, বিইউএফটির ভাইস চ্যান্সেলর মোজাফফর ইউ সিদ্দিকী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকসহ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হাতিরঝিল থেকে বিজিএমইএ ভবন সরানোর বিষয়ে দীর্ঘ আট বছর মামলা লড়ে পরাজিত হন তারা৷ ভবনটি সরাতে একাধিকাবার সময় নেয় বিজিএমইএ।
পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ৫০ শতাংশ কমমূল্যে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ১১০ কাঠা জমির ওপর ১৩ তলা এই ভবন নির্মিত হচ্ছে। ২০১৭ সালে নতুন এই ভবন নির্মাণের কাজ শুরু হয়। এখন পর্যন্ত ৬ তলার নির্মাণ কাজ শেষ হওয়া ভবনটির পুরো কাজ শেষ হতে পারে ২০২০ সালের জুনে।
তবে কয়েকটি তলার নির্মাণ কাজ শেষ হওয়ায় ও হাইকোর্টের নির্দেশের বাধ্যবাধকতায় চলতি মাসেই বিজিএমইএর প্রধান কার্যালয় উত্তরায় স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।

Share this content:

Back to top button