আমেরিকা

বিক্ষোভে অংশ নিলেন ওবামাকন্যা মালিয়া

এবিএনএ : এবার বিক্ষোভে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া। এক সপ্তাহ আগে হোয়াইট হাউস ছাড়ে ওবামা পরিবার।

ক্ষমতা ছাড়ার পর ওবামা যখন ক্যারিবিয়ান অঞ্চলে অবকাশ যাপনে সময় কাটাচ্ছেন ঠিক সেই সময়েই জাতীয় ইস্যুতে ভূমিকা রাখতে মাঠে নামেন মালিয়া। যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে জ্বালানি পাইপলাইন নির্মাণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিলেন ১৮ বছর বয়সী মালিয়া। ইউএসএ টুডের খবরে বলা হয়, গত সপ্তাহে উটাহ রাজ্যের পার্ক সিটিতে অনুষ্ঠিত সুনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন মালিয়া। ওই সময় তিনি সেখানে বিক্ষোভে অংশ নিলেও রোববার খবরটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবং ট্রাম্পের জারি করা আদেশের বিপক্ষে রাজপথে নামেন ওবামার বড় মেয়ে।

Share this content:

Back to top button