বাংলাদেশরাজনীতিলিড নিউজ

বিকালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মহিউদ্দিন চৌধুরীকে

এবিএনএ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।তার ব্যক্তিগত সহকারী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৪টায় তার ফ্লাইট রয়েছে। আমরা বেলা ২টায় স্কয়ার হাসপাতাল থেকে রওয়ানা হবো।

চিকিৎসকদের বরাত দিয়ে তার বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাবা আগের চেয়ে ভালো আছেন। উন্নন চিকিৎসার জন্য বিকালে বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাবো।গত ১১ নভেম্বর রাতে অসুস্থ হয়ে পড়ার পর মহিউদ্দিন চৌধুরীকে বন্দরনগরীর মেহেদীবাগের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রবিবার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী।এদিকে অসুস্থতার খবর পেয়ে ওইদিন থেকেই তাকে হাসপাতালে ছুটে যান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় মহিউদ্দিনের পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থাও চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন তারা।

Share this content:

Back to top button