
এবিএনএ : বিএনপিকে পাকিস্তানের অ্যাজেন্ট আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘তারা (বিএনপি) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগসহ স্বাধীনতার সবকিছু অস্বীকার করে। ‘
আজ বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে প্রজন্ম ৭১’ আয়োজিত জিআরপি পুলিশ ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এইচ টি ইমাম বলেন, তাদের আক্ষেপ মূলত পাকিস্তান ভেঙে যাওয়ায়। তাদের (বিএনপির) ভাষায় বোঝা যায়, তারা পাকিস্তানের এজেন্ট। তারা পাকিস্তানের প্রতি অনুগত। সেখানেই তাদের ফেরত যাওয়া উচিত।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আমেনা কোহিনুর আলম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজন্ম ৭১’র স্থানীয় সাধারণ সম্পাদক মহসিনুল হক। এর আগে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করাসহ শোকর্যালি বের করা হয়। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তানসহ শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Share this content: