
এবিএনএ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ বিধানকে ‘শৈথিল্য নয়’, বরং জরুরি পরিস্থিতি বিবেচনায় একটা ‘বিকল্প’ রাখা হয়েছে। তিনি আরও বলেন, এটা নিয়ে যে আলাপ-আলোচনা হচ্ছে সেটা খুবই নিরর্থক। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, “যে আইনটা করা হয়েছে, তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে দেওয়া এবং ২১ বছরের কম বয়সী ছেলে বিয়ে করতে পারবে না। কিন্তু জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য একটা বিকল্প দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে, আমরা ১৮ বছর এবং ২১ বছরের যে আইন বা বিধান সেটা শিথিল করেছি। বিকল্প বিধানে অভিভাবক ও আদালত দুইয়ের সম্মতির পর বিয়ে দেওয়া যাবে। আমার মনে হয়, এই নিয়ে যে আলাপ-আলোচনা হচ্ছে এটা খুবই নিরর্থক। ”
এ সময় খুলনায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু রাকিব হত্যার বিচারিক আদালতে ফাঁসির রায় থেকে কমে আমৃত্যু কারাদণ্ড হওয়ার প্রসঙ্গেও এক সাংবাদিকের প্রশ্নে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, “রায় পুরোপুরি বের হয়েছে কি-না জানি না। রায়টা আমি পড়ি নাই। দেখেছি, ফাঁসির দণ্ড কমে যাবজ্জীবন করা হয়েছে। রায় বেরোনের পর আমরা নিশ্চয় খতিয়ে দেখব, এখানে বিচারক যে সাজা দিয়েছিলেন সেটা কমানোর যুক্তিসঙ্গত কারণ আছে কি-না। ”
আনিসুল হক আরো বলেন, “আমরা তথা রাষ্ট্র যদি মনে করে এখানে এটা কমানোর যুক্তিসঙ্গত কোনো কারণ দেখা যায়নি, তাহলে নিশ্চয় আমাদের একটা সুযোগ আছে আপিল বিভাগের আপিল করার। ”
Share this content: