আন্তর্জাতিকলিড নিউজ
বামপন্থীদের জয়, চিলি পাচ্ছে ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

এবিএনএ : দক্ষিণ আমেরিকার আরেকটি দেশে ক্ষমতায় এলো বামপন্থীরা। চিলির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা এবং বামপন্থী গ্যাব্রিয়েল বোরিক। নির্বাচনে জিততে তাকে হারাতে হয়েছে কঠিন ডানপন্থী প্রতিপক্ষ জোসে এন্টোনিও কাস্টকে। আল-জাজিরার খবরে জানানো হয়েছে, নির্বাচনে বোরিক পেয়েছেন ৫৬ শতাংশ ভোট এবং কাস্ট পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। হার মেনে নিয়ে টুইট করেছেন কাস্ট। অভিনন্দন জানিয়েছেন তরুণ নেতা বোরিককেও। মাত্র ৩৫ বছর বয়সে রাষ্ট্র প্রধান হয়েছেন তিনি। বর্তমান বিশ্বের কম বয়সী শাসকদের একজন হওয়ার পাশাপাশি তিনি এখন চিলির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।
চিলির বর্তমান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা একজন রক্ষণশীল বিলিয়নিয়র। তারপরেও ক্ষমতার এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তিনি। এক ভিডিও কলে তিনি নতুন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান এবং আশ্বস্ত করেন যে, তার সরকার নতুন সরকারকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাবে। বিজয় নিশ্চিতের পর টেলিভিশনে বার্তা দিয়েছেন বোরিকও। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি সকল চিলিবাসীর প্রেসিডেন্ট হবো।
Share this content: