আমেরিকালিড নিউজ

বাইডেনই হয়তো আগামী প্রেসিডেন্ট, বললেন ট্রাম্প!

এবিএনএ : ‌নিজেকে নিয়ে ‘অতি আত্মবিশ্বাসী’ ট্রাম্পের গলায় নেমেছে হতাশার সুর। মার্কিন প্রেসিডেন্ট অকপটে স্বীকার করেছেন তাকে অনেক মানুষই অপছন্দ করে। আর এই কারণেই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে মনে করছেন ট্রাম্প।

করোনাভাইরাস মহামারী সামলানো নিয়ে নানা বিতর্কিত মন্তব্য আর বর্ণবিরোধী আন্দোলনের কারণে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে বেশ চাপে আছেন ডোনাল্ড ট্রাম্প। পরেরবার প্রেসিডেন্ট হতে চীনের প্রেসিডেন্টর সহায়তা চেয়েছেন বলেও সম্প্রতি খবর চাউর হয়েছে। সবমিলিয়ে দিশকূল হারানোর দশা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘পাগলাটে’ প্রেসিডেন্ট বলে খ্যাত ট্রাম্পের।

গত শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের গলায় ঝরে পড়ে হতাশার সুর। অনেকটা বিষন্ন কণ্ঠে তিনি বলেন, ‘দেশের অনেক মানুষই আমাকে ভালোবাসেন না। একারণে হয়তো নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।’ এই বক্তব্যের একটু পরে আবার বাইডেনকে বিদ্রূপাত্মক আক্রমণ করে ট্রাম্প বলেন, তবে ওই লোক (বাইডেন) দুটি বাক্যকে এক করে তো কথাই বলতে পারেন না। আর তিনিই কিনা আপনাদের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।’

ট্রাম্পের এই সাক্ষাৎকার দেওয়ার একদিন আগে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচাণায় বাইডেনও বিদ্রূপ করতে ছাড়েননি ট্রাম্পকে। মহামারী পরিস্থিতি সামাল দিতে গিয়ে ট্রাম্প শিশুর মতো আচরণ করছেন কটাক্ষ করেন তিনি। ‘মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর সবার ওপরেই করোনা প্রভাব ফেলেছে’-যোগ করেন বাইডেন। এদিকে নভেম্বরের এই নির্বাচনের আগে কয়েকটি জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের বিপক্ষে রয়েছেন এমন নাগরিকের সংখ্যা ৫৮ শতাংশ। আর ৪০ শতাংশ জনমত তার পক্ষে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button