জাতীয়বাংলাদেশলিড নিউজ

বাংলাদেশে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল সরকার

এবিএনএ : চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোব্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়াল করতে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রয়ালের অনুমতি দিয়েছে সরকার। আইসিডিডিআরবির সহযোগিতায় এই ট্রায়াল হবে। ট্রায়ালের সব খরচ বহন করবে চীন। তবে সরকারের আগ্রহের তালিকার শীর্ষে অক্সফোর্ড ভ্যাকসিন।

জাহিদ মালেক বলেন, যারা স্বেচ্ছায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে। তবে ডিসেম্বর-জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন বাজারে আসবে না বলে জানান তিনি। করোনার ভ্যাকসিন পেতে বিশ্ব সংস্থার কাছে বাংলাদেশ জুলাই মাসে আবেদন করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Share this content:

Back to top button